দক্ষিনদিনাজপুর

পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস, ছাপ্পা ভোট সহ বিভিন্ন অভিযোগে, বালুরঘাট প্রশাসনিক ভবনের সামনে বিজেপির বিক্ষোভ সমাবেশ

পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস, গণনা প্রক্রিয়াতে দুর্নীতি ও শাসকদলের ছাপ্পা ভোটের অভিযোগ তুলে বুধবার জেলা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব। 

বুধবার বালুরঘাট মঙ্গলপুর এলাকার বিজেপি পার্টি অফিস থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়। এদিনের বিক্ষোভের নেতৃত্ব দেন জেলা বিজেপির পর্যবেক্ষক সঞ্জীব মিশ্র, রাজ্য নেতা শঙ্কর চক্রবর্তী, জেলা বিজেপির সভাপতি শুভেন্দু সরকার, সাধারণ সম্পাদক মানস সরকার সহ বাপি সরকার, মাফুজা খাতুন, গৌতম চক্রবর্তী মতো বিজেপি নেতৃত্ব। তাদের সাথে প্রায় হাজার চারেক দলীয় কর্মী-সমর্থকরা সামিল হন। এদিন বালুরঘাট শহর পরিক্রমা করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করে তারা। প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে রাস্তায় বসে পরে জেলা বিজেপি নেতৃত্ববৃন্দ। এদিনের বিক্ষোভ শেষে জেলা শাসক দফতরে ডেপুটেশন দেওয়ার পর এক পথসভার আয়োজন করা হয়। এদিনের এই ঘেরাও বিক্ষোভকে কেন্দ্র করে জেলা প্রশাসনিক ভবন চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েম করা হয়।